৩০ কোটি বাজেটে ২৮০ কোটি আয়, কোথায় গিয়ে থামবে ছবিটি

 

৩০ কোটি বাজেটে ২৮০ কোটি আয়, কোথায় গিয়ে থামবে ছবিটি


বক্স অফিসে ঝড়, সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ দর্শকের প্রশংসা আর সমালোচকদের ইতিবাচক রিভিউ—গত ২৮ আগস্ট মুক্তির পর থেকে এর সবই পেয়েছে মালয়ালম সিনেমা ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। মুক্তির ২৪ দিনে ছবিটি গড়ে নতুন রেকর্ড। এখানেই শেষ নয়, প্রায় এক মাস পরেও ছবিটির জয়যাত্রা অব্যাহত।

নতুন রেকর্ড
মালয়ালম সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে ‘লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা’। কেবল ২৪ দিনেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ২৬৭ কোটি রুপি। এর মধ্য দিয়ে পৃথ্বিরাজ সুকুমারন পরিচালিত ‘এল টু: এম্পুরান’–কে টপকে গেল ছবিটি। আগে রেকর্ডটি ছিল ২৬৫ দশমিক ৫ কোটি রুপির। এটিই এখন মালয়ালম ইন্ডাস্ট্রির সবচেয়ে আয় করা সিনেমা। শুধু মালয়ালম নয়, দক্ষিণ ভারতের সব ভাষার চলচ্চিত্র মিলিয়েও নারীপ্রধান ছবির মধ্যে ‘লোকাহ’ই এখন সর্বোচ্চ আয়কারী।

Post a Comment

Previous Post Next Post