বিমানবন্দরের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। 

বুধবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান। 

ওসি বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ টিম রাত ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহতের নাম-ঠিকানা সঠিকভাবে এখনো পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন- নিহত যুবক এলাকারই।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, বৈদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ওই যুবকের মৃত্যু হয়েছে। তার নাম-ঠিকানা ও বিস্তারিত জানার চেষ্টা করছে পুলিশ।

Post a Comment

Previous Post Next Post