এবার স্বল্পবসনা প্রতিযোগীদের শাসালেন ভারতীয় কট্টরপন্থি নেতা

 

এবার স্বল্পবসনা প্রতিযোগীদের শাসালেন ভারতীয় কট্টরপন্থি নেতা




‘মিস ঋষিকেশ’ সুন্দরী প্রতিযোগিতার মহড়ায় অংশ নেয়া স্বল্পবসনা প্রতিযোগীদের শাসিয়েছেন হিন্দু শক্তি সংগঠন নামের কট্টর ডানপন্থি দলের নেতাকর্মীরা। ভারতের উত্তরাখণ্ডে গত শুক্রবার (৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভিতে রোববার (৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সেখানে লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে মহড়া চলছিল। ওইদিন হিন্দু শক্তি সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান। তাদের নেতৃত্ব দেন সংগঠনটির রাজ্য প্রেসিডেন্ট রাঘবেন্দ্র ভাটনগর।


সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, রাঘবেন্দ্র মডেলদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পশ্চিমা পোশাক পরায় তিনি প্রতিযোগীদের তীব্র সমালোচনা করেন।রাঘবেন্দ্রকে বলতে শোনা যায়, ‘মডেলিং শেষ হয়ে গেছে। এখন যে যার বাড়িতে চলে যান। ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না। এটি আমাদের সংস্কৃতি নয়।’

আরও পড়ুন :ইউরোপে ৩০ লাখ চাকরির সুযোগ, দুই দেশেই ১৪ লাখ  

ওই সময় এক মডেল রাঘবেন্দ্রের সঙ্গে তর্কে জড়ান। ওই মডেল বলেন, ‘পোশাক নিয়ে আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন।”

জবাবে রাঘবেন্দ্র বলেন,‘আমাকে কিছু বলবেন না।’ তখন মডেল জবাব দেন, ‘তাহলে আপনিও আমাদের কিছু বলবেন না। আমরা যা করছি তা করতে দিন।’ এর জবাবে রাঘবেন্দ্র বলেন, ‘নিজেদের বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন।’

তখন ওই তরুণী মডেল উত্তপ্ত কণ্ঠে বলেন, ‘আপনি আমাদের বলার কে?’ রাঘবেন্দ্রও ক্ষিপ্ত হয়ে বলেন, ‘ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন। কিন্তু আমি শো বন্ধ করে দেব। আপনার উত্তরাখণ্ডের নিজস্ব সংস্কৃতিকে ধ্বংস করছেন।’

লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনি ওই মডেলকে সমর্থন জানিয়ে বলেন, তারা প্রাপ্তবয়স্ক। তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছে তা পরতে পারেন। ওই সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও গতকাল শনিবার ‘ঋষিকেশ সুন্দরী প্রতিযোগিতা’ নির্ধারিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি।

Post a Comment

Previous Post Next Post